Crash Course – সহজ বাংলায় Git & GitHub – Bangla ( বাংলা ) Tutorial



Crash Course – সহজ বাংলায় Git & GitHub – Bangla ( বাংলা ) Tutorial

Crash Course - সহজ বাংলায় Git & GitHub - Bangla ( বাংলা ) Tutorial

Git একটা Version Control Mechanism. মানে এটা সবসময় আমাদের file system এর দিকে নজর রাখে এবং কোন change হলে সেটার record রাখে। শুধু তাই নয়, প্রতিটা change এর আগের এবং পরের version ও আলাদা আলাদা করে track রেখে দেয় git. আর GitHub হলো এই সব changes এবং version এর cloud host. অনেকেই মনে করেন Git এবং GithHub একই জিনিস। কিন্তু আসলে তা সঠিক নয়। git যদি coffee হয় তাহলে GitHub হলো coffee shop!
একজন Programmer হিসেবে যতো tool নিয়েই কাজ করেন না কেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ tool হলো git! তাই Beginners দের জন্য git এর এই Crash Course টি নিয়ে আসলাম। এই Tutorial এ আমি git এবং GitHub কি, Installation, Initilization, Cloning, Status, Add, Reset, Commit, Remove, Branching, Merging, Push, Pull & Fetch নিয়ে আলোচনা করেছি। এগুলোই মূলত একজন Programmer এর জানা প্রয়োজন হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।

▬ Contents of this video ▬▬▬▬▬▬▬▬▬▬

0:00 – Introduction
5:08 – git Architecture
8:04 – Installation, init, status & clone
17:08 – add & reset
26:55 – Commit
30:50 – Remove – rm
36:12 – Checkout, Branching & Merging
52:42 – Fetch, Pull & Push
59:22 – Final words

কোন প্রশ্ন থাকলে comment section এ comment করতে পারেন। সেই সাথে আমাদের একটি Facebook Group আছে। সেখানেও আপনার প্রশ্ন করতে পারেন। সব প্রয়োজনীয় link নিচে দেয়া হলো –

👍 Facebook Group – https://www.facebook.com/groups/learnwithsumit
👍 Like our Facebook Page – https://www.facebook.com/LetsLearnwithSumit
👍 Follow us at Instagram – https://www.instagram.com/learnwithsumit
👍 Follow me at – https://www.facebook.com/sumit.analyzen

Reference:

1. Download git – https://git-scm.com/downloads
2. Github Website – https://github.com

#github #git #bangla_programming_tutorial

Comments are closed.