লা জবাব LADAKH | পর্ব ৪ | LIKIR MONASTERY | BASGO PALACE & RUINS | LADAKHI SKYU |



লা জবাব LADAKH | পর্ব ৪ | LIKIR MONASTERY | BASGO PALACE & RUINS | LADAKHI SKYU |

লা জবাব  LADAKH |  পর্ব  ৪   |  LIKIR MONASTERY | BASGO PALACE & RUINS | LADAKHI SKYU |

আজকের দ্রষ্টব্যঃ
লিকির গোম্পা
বাসগো প্যালেস আর ধ্বংসস্তূপ
লাদাখী খাবার স্ক্যু
অলচি ও লামায়ুরু গোম্পা দেখে অলচি কিচেনে লাদাখী খাবার খেয়ে এখন আমরা চলেছি লিকির গোঁফ দেখতে। লিকির গোম্পা তে মৈত্রেয় বুদ্ধের একটি বড়ো মূর্তি আছে |
লিকির গোম্পা দেখে চলে গেলাম বাসগো প্লেইনে বাসগো প্যালেস আর রুইনস দেখতে । এখানে তিনটি বাড়িই অবশিষ্ট আছে মাত্র । এখানে সূর্যাস্তের শেষ ঝলক আর আলোর খেলা দেখতে পেলাম ।সাজুঙ মন্দির বন্ধ হয়ে গেছিলো । তাই বাসগো প্যালেসের ভেতরে দুতলা বাড়ির সমান উঁচু মৈত্রেয় বুদ্ধের মূর্তি আর তার সাথে দেয়ালে আঁকা অসাধারণ ফ্রেস্কো দেখলাম । এগুলো দারুন ভাবে সংরক্ষিত আছে । সন্ধে পেরিয়ে রাত নেমে এসেছে ততক্ষনে । ফায়ার এলাম লেঃ তে । রাতে ডিনার সারলাম লাদাখ হিমালয়ান কিচেনে । এটা লেঃ মেইন মার্কেটের কাছেই । এখানে আরেকটা ট্রাডিশনাল লাদাখী খাবার খেলাম যার নাম স্ক্যু । স্ক্যু হলো সূপ জাতীয় এক ধরণের খাবার, ময়দা বা বার্লির বুড়ো আঙ্গুল সমান চ্যাপ্টা বল বানানো হয় তার পর সেটা ঢিমে আঁচে মাংস আর সবজির সাথে রান্না করা হয় । ডেজার্টে খেলাম আপেল পাই আর রাম বল । খেয়ে দিয়ে ফিরে এলাম হোটেলে । কেটে গেলো লাদাখে তৃতীয় দিন ।
Ladakh Himalayan Kitchen
Address: DB2 Lhamokhang Complex, Zangsti Rd, Leh, Ladakh 194101
Phone: 099069 96420

Comments are closed.