JavaScript নাকি TypeScript! কোন দিকে যাব?



Programmer দের সবচেয়ে বড় community stackoverflow এর ২০২০ সালের Developer Survey অনুযায়ী বর্তমান সময়ের সবচেয়ে প্রিয় Programming Language হিসেবে স্বীকৃতি পেয়েছে Microsoft এর ডেভেলপ করা TypeScript. শুধু তাই নয় যারা TypeScript নিয়ে কাজ করছেন তারা আর কোন language এ switch করবেন না এরকমও বলেছেন।
ব্যাপারটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেন মনে হয় TypeScript হল JavaScript এর alternative! একারণে Beginners এবং Junior Programmer রা আবার confusion এ পড়ে গেছেন – তারা কি JavaScript শিখবেন নাকি TypeScript? যারা JavaScript শেখা শুরু করে দিয়েছেন তারা ভাবছেন, তাদের কি continue করা উচিৎ নাকি তাদের এখুনি TypeScript এ switch করা উচিৎ? এই ভিডিও তে আমি মূলত সেইসব প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি ভিডিও টি পুরোপুরি দেখার পর আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

Reference:

1. stackoverflow Developer Survey 2020 – https://insights.stackoverflow.com/survey/2020
2. Learn Vanilla JavaScript – https://www.w3schools.com/js/DEFAULT.asp
3. JavaScript MDN Documentation – https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript

Music Credit – Motivational and Inspiring Corporate by Mykhailo Kuzhba

#typescript #javascript #bangla_programming_tutorial

Comments are closed.