Linux Bangla Tutorial for Beginners – Episode 01



Linux Bangla Tutorial for Beginners

লিনাক্স একটি সম্পূর্ণ ফ্রী অপারেটিং সিস্টেম যা আপনি এটি ইন্টারনেট থেকে বিনামূল্যে নামাতে পারবেন এবং মানুষকে দিতেও পারবেন। পারবেন এতে যেকোনো পরিবর্তন এনে নিজের মতো করে সাজিয়ে নিতে। এটি ওপেন সোর্স অর্থাৎ এর কার্নেল প্রোগ্রাম যে কেউ এক্সেস করে নিজের মতো কনফিগার করতে পারে বিধায় এর একাধিক ডিস্ট্রিবিউশন রয়েছে। যেমন- সার্ভার তথা নেটওয়ার্কের জন্য রেডহ্যাট এবং ডেস্কটপ কম্পিউটিং এর জন্য উবুন্টু অসম্ভব জনপ্রিয়।

বাংলাদেশে অনেকেই লিনাক্স ব্যবহার করতে চান কিন্তু সঠিক নির্দেশিকার অভাবে যারা শুরু করতে পারছেন না তাদের জন্যেই এই টিউটোরিয়াল। এখানে আপনাদের লিনাক্সের বেসিক দিকগুলো খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে।

#linux #linusbanglatutorial

Comments are closed.